বাংলাদেশের প্রথম উমরাহ অনলাইন প্লাটফর্ম  নিয়ে আসলো অনলাইনে উমরাহ ভিসা আবেদন করার প্লাটফর্ম। 

এখন অনলাইনে ব্যক্তি নিজেই ভিসার জন্য আবেদন করতে পারবে।ওমরাহ পালনের জন্য যেকোনো মুসল্লি অনলাইনে আবেদন করতে পারবেন।পবিত্র ওমরাহ পালনের জন্য আবেদনের ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে।

সৌদি আরব ওমরাহ ভিসার জন্য আবেদন করতে, আপনার নিম্নলিখিত নথিগুলির প্রয়োজন হবে:

 

বৈধ পাসপোর্ট: আপনার পাসপোর্টটি অবশ্যই সৌদি আরবে প্রবেশের তারিখ থেকে কমপক্ষে ছয় মাসের জন্য বৈধ হতে হবে।

পাসপোর্ট ছবি: একটি সাদা ব্যাকগ্রউন্ড এর সাম্প্রতিক রঙিন ছবি।

 

 1. পাসপোর্ট স্ক্যান কপি: পরিষ্কারভাবে স্ক্যান করা পাসপোর্ট কপি। আগমনের তারিখ থেকে ন্যূনতম 6 মাসের বৈধতা প্রয়োজন।

2. ছবি : সাদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজ ছবি (ক্লিয়ার স্ক্যান করা কপি প্রয়োজন)

 

 

অনলাইনে আপ্পলিকেশন এর সময় আপনার পাসপোর্টের স্ক্যান কপি ও আপনার ছবি সাদা ব্যাকগ্রাউন্ড সহ পাসপোর্ট সাইজ ছবি আপলোড করবেন। অতিরিক্ত ডকুমেন্টসের দরকার হলে আপনাকে কল করা হবে। আপ্লিকেশনের সময় আপনার সঠিক নাম্বার দিবেন। 

 

উমরাহ ভিসার জন্য এই লিংকে প্রবেশ করুন : https://www.visa.umrah.com.bd/

 

হজ ও ওমরাহ ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটাল প্লাটফর্মে নিতে "উমরাহ ডট কম ডট বিডি " কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে হজ এর জন্য ডিজিটাল প্লাটফর্ম চালু করেছে "উমরাহ ডট কম ডট বিডি "